Latest News


পেইন্ট বাকেট টুলটি ফটোশপে একটি গুরত্বপূর্ন টুল আমরা সবাই জানি।কিবোর্ড থেকে G বোতাম চেপে টুলটিতে একসেস নেয়া যায়।চলুন থিয়েটরে দেখা যাক কি কি পাওয়া যায় টুলটি অপারেশন করে।


পেইন্ট বাকেট টুল G
photoshop paint bucket tool tutorial step 1
এ টুলটি দিয়ে সিলেক্টকৃত অংশ পূরন/পেইন্ট করা যায়।
ক্যানভাস পেইন্ট করা
যেকান সাইজের একটি নতুন ডকুমেন্ট খুলুন।
photoshop paint bucket tool tutorial step 2
সাদার কাছাকাছি কোন রং দিয়ে ফোরগ্রাউন্ড ফিল করে দিন। ক্যানভাসটি নতুন রং দিয়ে রাঙ্গানোর জন্য এর যেকোন কোথাও ক্লিক করুন বা Alt+Backspace চাপুন।
photoshop paint bucket tool tutorial step 3
পুরো ক্যানভাস ঢেকে ফেলার চেয়ে আপনি ইচ্ছে করলে Rectangular Marque Tool দিয়ে নির্দিষ্ট অংশ সিলেক্ট করে ফিল(পেইন্ট) করতে পারেন।
একটা সিলেকশন ফিল করা
photoshop paint bucket tool tutorial step 4
photoshop paint bucket tool tutorial step 5
টুলগুলিতে ঘোরাঘুরি করে কাজ করার চেয়ে Alt+Backspace চেপে সহজে ফোরগ্রাউন্ড কালার করা যায়।
পেইন্ট বাকেট টুল অপশন
পেইন্ট বাকেট টুলে নিম্নোক্ত অপশনগুলো পাবেন-

  • Tool Presets

  • Pattern Filling

  • Gradients

  • Blending Options and Modes

  • Opacity Setting
পেইন্ট বাকেট টুল অপশন বার
অপশন বারটি একটি ছোট পেইন্ট বাকেট টুল এর আইকন কালো অ্যারো চিহ্ন সহ শুরু হয়েছে।এখানে ক্লিক করলে প্রিসেট সহ (পূর্বেই ঠিককৃত) কিছু পেইন্ট বাকেট টুল সহ খুলবে।ভিতরে সম্ভবত টুল প্রিসেটের লিস্ট শূন্য দেখতে পাবেন।এর ডানদিকে অবস্থিত দুটি আইকনের উপরের অ্যারো আইকনে ক্লিক করলে নতুন ড্রপডাউন তালিকা থেকে নতুন টুল প্রিসেট তৈরী করতে পারবেন।
নতুন টুল প্রিসেট তৈরী করা 
G চেপে পেইন্ট বাকেট টুল Active করুন এবং Opacity 50% করুন।

photoshop paint bucket tool tutorial step 6
পেইন্ট বাকেট টুল প্যালেট খুলে নতুন প্রিসেট তৈরীর জন্য ফাকা পেজটিতে ক্লিক করুন।
photoshop paint bucket tool tutorial step 7
নতুনটির প্রিসেটের ইচ্ছেমত নাম দিন
photoshop paint bucket tool tutorial step 8
নতুন পেইন্ট বাকেট টুলটি ৫০% Opacity দিয়ে ফিল করা হয়েছে অর্থাৎ রংটি এখন স্বচ্ছ হবে।নতুন যে টুর প্রিসেটটি তৈরী করা হল এর Opacity ও ৫০% হবে ফলে এই টুল প্রিসেটটি দিয়ে উক্ত সেটিং ব্যাবহার করা যাবে বার বার নতুন করে Opacity ঠিক করার পরিবর্তে।
টুল প্রিসেটের মুল ধারনা হচ্ছে তৈরীকৃত এই প্রিসেট সেটিংস সেভ করে ফটোশপে পরে ব্যাবহার করতে পারবেন।
প্যাটার্ন দিয়ে ফিল করা
পেইন্ট বাকেট আইকনের একটু ডানে একটা ড্রপডাউন মেনু আছে যেখানে দুটি অপশন আছে -foreground and pattern উপরে ফোরগ্রাউন্ড সেটিংসের উদাহরন দেয়া হয়েছে এবার কিভাবে প্যাটার্ন দিয়ে ফিল করা যায় তা দেখি।
G চেপে পেইন্ট বাকেট টুল Active করুন।ফিল অপশন ঠিক করুন Pattern.
photoshop paint bucket tool tutorial step 9
এখান থেকে যেকোন প্যাটার্ন সিলেক্ট করুন।
photoshop paint bucket tool tutorial step 10
ক্যানভাসের যেকোন জায়গায় ক্লিক করুন প্যাটার্ন টি দিয়ে ফল করতে।
photoshop paint bucket tool tutorial step 11
ফটোশপে বিল্ট ইন প্যাটার্ন
প্যাটার্ন প্যালেট আবার খুলে উপরের ডান দিকে অ্যারো চিহ্নতে ক্লিক করুন
photoshop paint bucket tool tutorial step 12
এই তালিকা থেকে নিচের দিকে অবস্থিত প্যাটার্ন গ্রুপ থেকে যেকোন গ্রুপ সিলেক্ট করুন।
photoshop paint bucket tool tutorial step 13
Append Option টি সিলেক্ট করলে প্যাটার্ন প্যালেটে নতুন প্যাটার্ন যুক্ত হবে।আর Ok করলে বর্তমান প্যালেট টি নতুনটির দ্বারা প্রতিস্থাপিত হবে।
photoshop paint bucket tool tutorial step 14

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top