ফটোশপে মারকিউ টুল একটি গুরত্বপূর্ন টুল।এবার মারকিউ টুলের মৌলিক বিষয়াদি আলোচনা করা হবে।
মারকিউ টুল দিয়ে আয়তাকার,গোলাকার,বর্গাকার বিভিন্ন আকৃতি তৈরী করা যায়।Elliptical or Rectangular টুল সিলেক্ট করে ক্লিক ও ড্রাগ করে আয়তাকার বা উপবৃত্তাকার আকৃতি তৈরী করা যায়।কিবোর্ড শর্টকাট=M or Shift M
সিলেকশন করা
সাদাকালো ড্যাশগুলো নির্দেশ করে কতটুকু সিলেক্ট করা হয়েছে।এর বাইরে ক্লিক করে অন্য আরেকটি সিলেকশন করতে পারেন।
মারকিউ অপশন
উপরে বাম দিকে অবস্থিত।প্রথম ৪টি আইকন দিয়ে মুল সিলেকশন থেকে সিলেক্টকৃত আরো কিছু অংশ বাদ বা যোগ করতে পারেন।আইকনগুলোর উপর মাউস রাখলেই দেখায় কোনটি কোন্ কাজ করে।
আইকোনগুলোর সাথে সময় দিন।পরে কাজে আসবে অভিজ্ঞতা বাড়াতে।
একটা সিলেকশন তৈরী করা।
সিলেক্টকৃত আরেকটি সিলেকশন মূল সিলেকশনের সাথে যোগ করা।
সিলেক্টকৃত কোন অংশ বাদ দেয়া।
দুটি সিলেকশন আড়াআড়ি ভাবে স্থাপন।
এরপর feather অপশন ও Anti Alias বক্স অবস্থিত। feather সিলেক্টকৃত অংশের কোনাগুলি মসৃন করে।
Anti Alias চেকবক্সে টিকমার্ক থাকলে গোলাকার সিলেকশনের সময় সিলেকশনকে rough হওয়া থেকে রক্ষা করে।
পরবর্তী ঘোষনা না দেয়া প্রর্যন্ত টিকমার্ক দিয়েই রাখুন।
তারপরেই ৩টি অপশন নিয়ে Style box অবস্থিত।Normal সিলেক্ট করা থাকলে ইচ্ছামত সিকেশন তৈরী করতে পারবেন।Fixed ratio সিলেক্ট করা থাকলে ডান দিকের বক্সে Height Weight যা ঠিক করবেন সিলেকশনও তেমন হবে।
তারপরেই ৩টি অপশন নিয়ে Style box অবস্থিত।Normal সিলেক্ট করা থাকলে ইচ্ছামত সিকেশন তৈরী করতে পারবেন।Fixed ratio সিলেক্ট করা থাকলে ডান দিকের বক্সে Height Weight যা ঠিক করবেন সিলেকশনও তেমন হবে।
Elliptical মারকিউ টুল
এই টুলটি তার নাম অনুযায়ী উপবৃত্ত তৈরী করে।Shift চেপে ধরে ক্লিক করে Perfectউপবৃত্ত তৈরী করতে পারবেন।
Rectangular মারকিউ টুল
এ টুলটি ব্যবহার করে আয়তক্ষেত্র বা বর্গ তৈরী করতে পারেন।Shift চেপে ধরে ক্লিক করে perfect বর্গক্ষেত্র তৈরী করতে পারেন।
টিপস: Ctrl+D প্রেস করে সিলেকশন বাতিল করতে পারেন।
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.